South 24 Parganas : সহপাঠীর ঘুষিতে প্রাণ গেল পড়ুয়ার, কাঠগড়ায় স্কুল

আরও পড়ুন

স্কুলের মধ্যে খেলার ছলে দুই বন্ধুর সঙ্গে মারামারি করতে গিয়ে প্রাণ হারালো এক ষোলো বছর বয়সের কিশোর। সোমবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। মৃত কিশোরের নাম মলয় মণ্ডল। দুই বন্ধু সায়ন চক্রবর্তী এবং মলয় হালদার ওই স্কুলের একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্র। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল সহ সমগ্র এলাকায়।

সূত্রের খবর, মলয়ের বাড়ি ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে।সোমবার দুপুরে দ্বিতীয় ক্লাসের পর মৃত কিশোরের দুই বন্ধুর মধ্যে মারামারি চলাকালীন সায়নের ঘুসি এসে লাগে মলয়ের কানে। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পরে মলয়। স্কুল কতৃপক্ষের কানে সেই খবর গেলে ছুটে আসেন তাঁরা।

এরপর মলয়কে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাপাতালে পরিবারের পক্ষ থেকে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় রীতিমতো শোকাহত মলয়ের পরিবার। মলয়ের বাবা শ্যামাপদ হালদার, স্কুল শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন- স্কুলের গাফিলতির জন্যই তার সন্তানের প্রাণ গিয়েছে।

ফোর্টিন টাইমলাইন, ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগণা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close