Raiganj : ইচ্ছা শক্তিতেই লেখাপড়া চালিয়ে যাচ্ছেন পুতুল

আরও পড়ুন

কথায় আছে- ইচ্ছাশক্তিই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। ইচ্ছা থাকলে কোনও বাধাকেই আর বাধা বলে মনে হয় না। এমনই চিত্র ধরা পড়ল রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্মশান কলোনী এলাকায়। চোখে অন্ধ কিন্তু মনের প্রবল ইচ্ছাশক্তির জোরেই লেখাপড়া করে চলেছেন পুতুল মাহাতো। এবছর রায়গঞ্জ টেন ক্লাস গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। তার বাবা দীপক মাহাতো আমলকি সাইকেলে করে ফেরি করে বেড়ান। মা সুমিত্রা মাহাতো গৃহবধূ। পুতুলের মা সুমিত্রা মাহাতো জানিয়েছেন, তার মেয়ের লেখাপড়ায় প্রবল আগ্রহ রয়েছে। তাকে পরবর্তীতে পড়াশোনা করানোর ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। তিনি আরও জানান, সরকারি সাহায্য মিলছে। মেয়ের পরবর্তীতে কলেজে পড়াশোনার জন্য সরকার যদি আরও একটু সাহায্য করে তাতে খুব ভালো হবে। পাশাপাশি পড়ুয়া সুমিত্রা মাহাতো জানিয়েছেন, তিনি পরবর্তীতে অনার্স নিয়ে কলেজে পড়বেন।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close