Hooghly : টোটোয় যুবতীর শ্লীলতাহানির চেষ্টা, ধৃত ২

আরও পড়ুন

কলেজ পড়ুয়া এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিকেলে উত্তেজনা ছড়ালো হুগলির স্টেশন চত্বরে। হুগলির কানাগড় এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী অভিযোগকারিণী। কলেজ থেকে ফেরার পথে রাস্তার ধারে টোটোর জন্য অপেক্ষা করছিলেন এবং দুই যুবককে নিয়ে একটি টোটো এলে সেই টোটোতে উঠে পড়লেই ঘটে বিপত্তি। টোটোতে ওঠা মাত্রই টোটোতে বসে থাকা দুই যুবক মদ কেনার জন্য টাকা চায় এবং টাকা না দিতে চাইলে তার শ্লীলতাহানি করে ওই দুই যুবক বলে অভিযোগ।

যুবতীর ব্যাগ নিয়ে টানাটানি শুরু করলে চিৎকার শুরু করেন ওই যুবতী। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হতে শুরু করলে ভয়ে ওই টোটো করেই পালিয়ে যায় ওই দুই যুবক । এক্ষেত্রে টোটোচালক ও সাহায্য করেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কলেজের এক বন্ধুকে কোনোরকমে ফোন করে বিষয়টি জানান। যুবতীর সেই বন্ধুটি বাইক নিয়ে টোটোর পেছনে ধাওয়া করলে ইট ছুড়ে মারে ফলে আহত হয় যুবতীর বন্ধু। স্থানীয়দের সাহায্যে অভিযুক্ত এক যুবককে ধরতে পারলে বেধরক মারধর করে এলাকার বাসিন্দারা। এই ঘটনার পর ওই যুবককে ধরে নিয়ে আসে চুঁচুড়া থানার পুলিশ।

এমন ঘটনার জেরে রীতিমতো সংশয়ে রয়েছেন কলেজ ছাত্রীদের অভিভাবকেরা। যদিও অভিভাবকদের সাহস জুগিয়েছেন স্থানীয় থানার পুলিশ ।

ফোর্টিন টাইমলাইন, কানাগড়, হুগলী

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close