সোমবার রাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বঘারপুরমানা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গ্রামের একটি পাটখেতে বসে তারা বোমা বাঁধছিল। রাতে সেখানে হঠাৎই বিস্ফোরণ হয়। ঘটনাস্থরেই মৃত্যু হয় এক যুবকের। এক জনের হাত উড়ে গিয়েছে। মৃত ওই যুবকের নাম সিরাজুল শেখ। বয়স ২৭ বছর। এরপরই তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুলকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার সহকর্মী নাজমুল সেখ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পূর্ণ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। তারা কেনও বোমা বাঁধছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এমন ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে বোমা বাধার সরঞ্জামগুলি বাজেয়াপ্ত করে এবং তাদের সঙ্গে থাকা দুষ্কৃতীদের আটক করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।