Kokata : একদিনে বিপুল পরিমাণ সোনা উদ্ধার

আরও পড়ুন

ফের কলকাতা থেকে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করল শুল্ক দফতরের কর্তারা। গত চব্বিশ ঘণ্টায় প্রায় দেড় কোটি টাকা মূল্যর সোনা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, কলকাতার বড়বাজার থেকে অষ্টআশি লক্ষ টাকার সোনার বার উদ্ধার করল কাস্টমস অধিকারিকরা। ১৪টি সোনার বার-সহ এক ব্যক্তি ধরা পড়েছেন।

ওই সোনা বাংলাদেশ থেকে আনা হচ্ছিল বড়বাজার এলাকায়। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সোনার বার। এগুলি কলকাতা থেকে কোথায় পাঠানোর উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, কলকাতা বিমানবন্দর থেকে দুটি ভিন্ন মামলায় পঞ্চাশ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, দুবাই থেকে আসা এক ব্যক্তির কাছ থেকে সোনা উদ্ধার করা হয়েছে। অপরদিকে, কলকাতা বিমানবন্দরে প্রায় ৪০ লক্ষ ৩২ হাজার টাকার সোনা উদ্ধার হয় এক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে। কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের বাসিন্দাকে কাস্টমস আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন। বাংলাদেশ থেকে আসছিলেন ওই ব্যক্তি।

গত চব্বিশ ঘণ্টায় প্রায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমান সোনার বার,চেন, সোনার পাত বেশিরভাগ আসছিল বাংলাদেশ থেকে। এগুলি কলকাতা থেকে বাইরে বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্য ছিল বলে মনে করছেন শুল্ক দফতরের আধিকারিকরা।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close