Kolkata: পরিচালক লীনা মণি মেকলাইকে গ্রেফতারের দাবি তথাগতর

আরও পড়ুন

পরিচালক লীনা মণি মেকলাইয়ের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি বললেন তাঁর কাছে কালী হলেন মদ-মাংস খাওয়া একজন দেবী। কালীকে হিন্দু ধর্মে ইচ্ছেমতো কল্পনা করার অধিকার রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার কালী বিতর্ক নিয়ে মুখ খোলেন মহুয়া মৈত্র। তিনি বলেন, আমার কাছে মা কালী হলেন মাংসভোজী, অ্যালকোহল পান করা এক দেবী। তিনি আরও বলেন, ঈশ্বরকে নিয়ে এক-একজন এক-একরকম মত পোষণ করেন। এমনকি সিকিম বা ভূটানে পুজোয় দেবতাকে হুইস্কি দেওয়া হয়। আমাদের এখানে কালীকে আমরা এমন করেই কল্পনা করি।

উল্লেখ্য, লীনা মণি মেকলাইয়ের তথ্যচিত্রে ‘কালী’ নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় উঠেছে চারদিকে।ওই ছবির পোস্টারে দেখা যাচ্ছে মা কালীর বেশে একজন দাঁড়িয়ে আছেন, তাঁর মুখে সিগারেট। তিনি ধূমপান করছেন। মা কালীর এমন রূপ হিন্দু ধর্মের আবেগে আঘাত করেছে বলে মত অনেকের। বিজেপি নেতা তথাগত রায় দাবি করেছেন- পরিচালককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তার মাঝেই এই প্রসঙ্গে পরিচালক লীনার পাশে দাঁড়িয়ে নিজের মতামত জানালেন মহুয়া মৈত্র।

ব্যুরো নিউজ, কলকাতা, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close