আবারও সিনেমার জুটি হিসেবে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও মমতা শংকর (Mamata Shankar) । ‘মৃগয়া’ সিনেমায় প্রথম মৃণাল সেন এই জুটি বেঁধেছিলেন । প্রায় সাড়ে চারশ দশক বাদে অর্থাৎ ৪৬ বছর পর তাঁদের দুজনকে ফের একসঙ্গে বড়পর্দায় নিয়ে এসেছেন পরিচালক অভিজিৎ সেন । পরিচালকের নতুন সিনেমা ‘প্রজাপতি’ (Projapoti)-তে দেখা যাবে এই জুটিকে ।
সূত্রের খবর, ‘প্রজাপতি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেব (Dev) । জানা গিয়েছে, দেবের বাবার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে । জানা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি । জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু হবে বলে খবর ।
প্রসঙ্গত,চলতি বছরের সরস্বতী পুজোয় এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব । ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক শেয়ার করে দেব লিখেছিলেন, এ’বছর ডিসেম্বর মাসে ‘বড়দিনে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের ‘প্রজাপতি’।’ যদিও সেইসময়, ছবিতে কারা অভিনয় করছেন, সেই বিষয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি ।
মঙ্গলবার প্রজাপতি সিনেমার শুটিং নিয়ে মাতোয়ারা ছিল কলকাতার সল্টলেক চত্বর এদিন দেব খরাজ মুখোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছে ফটোশুট করতে সল্টলেক চত্বরে। এদিন শুটিংয়ের পা রেখে সাংসদ, অভিনেতা দেব সাংবাদিকদের জানান, সবকিছু ঠিকঠাক চললে আগামী বড়দিনে এই ছবি মুক্তি পেতে চলেছে। অভিনেতা দেব আর কি কি বলেছেন শুনব-
মঙ্গলবার সাংবাদিকদের আবদারে মিঠুন চক্রবর্তী প্রজাপতি ছবিকে সমস্ত দর্শকদের দেখার জন্যই আবেদন জানিয়েছেন।
কলকাতার সল্টলেক থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।