করণদিঘির দোমোহনা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরের মতো ঈদের আগেই বার্ষিক ঈদ-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হল দোমোহনা গ্রাম পঞ্চায়েতে । এদিন দোমোহনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যদের নিয়ে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেন দোমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান গাজলু হক। তার পাশাপাশি মেম্বারদের কাজের উপর উৎসাহিত করার জন্য এবং আগামী ১০জুলাই ঈদ উপলক্ষে প্রত্যেক মেম্বারদের হাতে একটি করে ব্যাগ এবং একটি করে ছাতা তুলে দেন প্রধান গাজলু হক। অঞ্চলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান গাজলু হক, দোমোহনা গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান মানারুল হক, বিশিষ্ট সমাজসেবী নূর আলম, মহম্মদ সেলিম-সহ অঞ্চলের সব মেম্বাররা উপস্থিত ছিলেন। এদিন সদস্যরা এমন উপহার পেয়ে যার পর নাই খুশি । দোমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান গাজলু হক আর কি কি জানিয়েছেন শুনব-
ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরের মতো এই বছর ঈদের আগেই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল দোমোহনা গ্রাম পঞ্চায়েতে । এদিন দোমোহনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বারদের নিয়ে একটি বার্ষিক অনুষ্ঠান আয়োজন করেন দোমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান গাজলু হক। তার পাশাপাশি মেম্বারদের কাজের উপর উৎসাহিত করার জন্য এবং আগামী ১০ জুলাই ঈদ উপলক্ষে প্রত্যেক মেম্বারদের হাতে একটি করে ব্যাগ এবং একটি করে ছাতা তুলে দেন প্রধান গাজলু হক। অঞ্চলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান গাজলু হক, দোমোহনা গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান মানারুল হক, সমাজসেবী নূর আলম, মহম্মদ সেলিম, সহ অঞ্চলের সব মেম্বাররা উপস্থিত ছিলেন মেম্বাররা এই উপহার পেয়ে খুব খুশি । এই দোমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান গাজলু হক তিনি আরও কি জানিয়েছেন।
করণদিঘির দোমনা থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।