Habra : অঙ্গনওয়ারির খাবারে কেন্নো, শুনেই আত্মগোপন শিক্ষিকার

আরও পড়ুন

মঙ্গলবার অঙ্গনওয়ারির খাবারের বিরুদ্ধে অভিযোগ উঠল এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের রাজীবপুর এলাকায়। এমন খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছন সাংবাদিকরা। স্কুলে সাংবাদিকদের দেখেই সাইকেল নিয়ে আত্মগোপন করেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা বলে অভিযোগ।

অন্যান্যদিনের মতোই মঙ্গলবার ওই বিদ্যালয়ে মিড্ ডে মিল-এর ব্যবস্থা করা হয়। মিড্ ডে মিল-এর খিচুড়ি এক শিশুর মায়ের হাতেই গেলেই চক্ষু চড়কগাছ হয়ে ওঠে সবার। খিচুড়ির মধ্যে দেখতে পাওয়া যায় কেন্নো।

এর আগেও এমন অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের বিরুদ্ধে। স্কুলের প্রধান শিক্ষিকাকে খাবারের বিরুদ্ধে অভিযোগ জানালে সেদিকে কোনও নজর দেননি তিনি বলে অভিযোগ। এর পরই ওই স্কুলের প্রধান শিক্ষিকা দ্রুত স্থান ত্যাগ করেন। এই ঘটনায় যার পর নাই চিন্তিত অভিভাবকেরা। তারা জানান, এমন ঘটনা ঘটতে থাকলে তারা আর বাচ্চাদের মিড্ ডে মিল খেতে দেবেন না।

ফোর্টিন টাইমলাইন, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close