Kolkata : ফের বাড়ল রান্নার(LPG) গ্যাসের দাম, সংকটে মধ্যবিত্ত

আরও পড়ুন

পুনরায় ১৪.২ কেজি রান্না গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা। যার ফলে বুধবার থেকে ১৪.২ কেজি গ্যাসের উপভোক্তাদের পকেট টান পড়তে চলেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর সময় ১৪.২ কেজির গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

শহরাঞ্চলে এতদিন ১৪.২ কেজি গ্যাসের উপভোক্তাদের কিনতে হচ্ছিল ১০২৯ টাকা দিয়ে। ৬ জুলাই বুধবার থেকে তা হাজার ৭৯ টাকা দিয়ে কিনতে হবে। পাশাপাশি জেলাগুলিতে এতদিন গ্যাস কিনতে হচ্ছিল ১১০১ টাকা ৫০ পয়সা। বুধবার থেকে গ্রাহকদের ১৪.২ কেজির গ্যাস বাড়তি টাকা দিয়েই কিনতে হবে। যার জেরে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্ত পরিবারের মানুষদের কপালে।

পাশাপাশি বহু গ্রাহক অভিযোগ করেছেন, তাদের একাউন্টে সাবসিডির টাকা ঢুকছে না। তারা সরকারকে এই বিষয়টি দেখার জন্য আবেদন জানা হতে চান।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close