Bengaluru : হোটেল থেকে জ্যোতিষীর দেহ উদ্ধার

আরও পড়ুন

কর্নাটকের একটি হোটেল থেকে উদ্ধার হল এক জ্যোতিষীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হুবলির একটি হোটেলে। নৃশংসভাবে হত্যা করা হয় তাকে বলে অভিযোগ। হোটেলে সবার সামনেই প্রকাশ্যে এই ঘটনাটি ঘটেছে। নিহত ওই জ্যোতিষী উপর্যুপরি ছুরির আঘাত পেয়ে বাঁচার আকুতি জানালেও কেউ তাঁকে বাঁচাতে আসেননি বলেই খবর ।

সূত্রের খবর, নিহত ওই জ্যোতিষীর নাম চন্দ্র শেখর অঙ্গারি। তিনি একজন বিখ্যাত বাস্তু বিশারদ তথা জ্যোতিষী ছিলেন। তিনি হুবলির একটি নামী-দামি হোটেলে এদিন উঠেছিলেন। সূত্রের খবর, তাকে মঙ্গলবার দুপুরে লবিতে ডেকে আনে দুই ব্যক্তি। দু’জনের মধ্যে একজন তাকে নমস্কার করে ছুরি দিয়ে কোপাতে শুরু করে। তারা তাকে প্রায় ৫০ বারের মতো কোপায় বলে অভিযোগ। হোটেলের বোর্ডারদের মধ্যে দু’একজন মুখে এ কি করছেন বলে থামানোর চেষ্টা করলেও এমন নৃশংস ঘটনা দেখে কার্যত কেউ-ই আততায়ীদের প্রতিহত করতে এগিয়ে আসেননি। দুষ্কৃতীরা তাকে ছুরির কোপ বসিয়ে পালিয়ে যায়। এরপর, সেই বাস্তু বিশারদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তিনি মারা যান বলে খবর।

কারা ছিল সেই দুষ্কৃতী? কেনই বা তারা সেই বাস্তু বিশারোদকে খুন করলেন? এপ্রসঙ্গে, তদন্ত শুরু করেছে কর্ণাটকের পুলিশ।

ব্যুরো নিউজ, বেঙ্গালুরু, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close