শারদ সফর 2022 : চৈতালি ক্লাবের চমক এবার মায়ের প্রতিমা

আরও পড়ুন

দুর্গাপুজোর বাকি আর মাত্র ৮৬ দিন। ইতিমধ্যে রায়গঞ্জের বড় বাজেটের পুজো গুলির মধ্যে অনেক ক্লাবই শুরু করে দিয়েছে মণ্ডপ তৈরি কাজ। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। শারদ সময় ২০২২ পরিক্রমায় বেড়িয়ে আমরা চলে গিয়েছিলাম রায়গঞ্জের চৈতালি ক্লাবে। সূত্রের খবর, রায়গঞ্জের বড় বাজেটের পুজো গুলির মধ্যে এবার চৈতালি ক্লাবের চমক থাকবে মায়ের প্রতিমা। রায়গঞ্জের বুকে সেরা প্রতিমার খেতাব অর্জন করতে চলেছে চৈতালি ক্লাব বলে দাবি চৈতালি ক্লাবের সদস্যদের। এবারের পুজোর থিম রয়েছে জল নিয়ে। সারাবিশ্বে যেভাবে জলের আকাল দেখা দিয়েছে এবার এই পুজোতে ‘জল বাঁচাও’ থিম থাকছে।

প্রসঙ্গত, গত দু’বছর করোনা মহামারীর জন্য বাঙালিদের সবচাইতে বড় উৎসব দুর্গাপুজোর আনন্দে ভাটা পড়ে ছিল। পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষগুলি বড় করে পুজো করতে পারেনি। কিন্তু এবার করোনা মহামারী কম থাকায় ক্লাব কর্তৃপক্ষগুলি বড় করে পুজো করতে চলেছে।

চৈতালি ক্লাবের সম্পাদক সুদীপ্ত সাহা জানিয়েছেন, এবারের পুজোয় দর্শনার্থীদের জন্য থাকছে বড় চমক। করোনা মহামারী না থাকলেও এ বছর স্যানিটাইজার গেট রাখবেন তারা। পুজোর বাজেট এবার ৯ লক্ষ টাকা। আলোকসজ্জা থাকছে চন্দননগরের।

রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close