Kaliyaganj : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাংস ব্যবসায়ীর

আরও পড়ুন

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাংস ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ মোড়ে।

পরিবার সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম ভূপেন্দ্র নাথ রায়। বয়স ৬৫ বছর। বাড়ি কালিয়াগঞ্জের কুনোর এলাকায়। গতকাল নটা নাগাদ হাট থেকে বাড়ি ফেরার সময় হাট কালিয়াগঞ্জ মোড়ে মোটরবাইকের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি স্থানীয়রা কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। শারীরিক অবস্থার অবনতি হলে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসকেরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু মালদা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবারের সূত্রের খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফোর্টিন টাইম লাইন, কালিয়াগঞ্জ

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close