Hooghly : হোম থেকেই মেয়ে নিখোঁজ, ক্ষুব্ধ বাসিন্দারা

আরও পড়ুন

আট দিন যাবৎ নাবালিকার সঙ্গে নেই কোনোও যোগাযোগ পরিবারের। উত্তরপাড়া হোম থেকে নাবালিকা নিখোঁজের অভিযোগে বিক্ষোভ স্থানীয় মানুষ এবং পরিবারের সদস্যদের।

সূত্রের খবর, মিতা বাগদি নামের এক নাবালিকা গত এক সপ্তাহ ধরে নিখোঁজ। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তর পাড়ার হোমে। এদিন এলাকার বাসিন্দারা ও নিখোঁজ নাবালিকার পরিবার হোমের গেটে বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ এই হোম থেকে প্রায়ই নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটে। তার পরেও হোম কতৃপক্ষর কোনও হুঁশ নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ।

পাশাপাশি মগরা থানার দিকসুই পঞ্চায়েতের ঋতু বাউল দাস নামে এক নাবালিকা হোমে ছিলেন তার পরিবারের অভিযোগ তাদের মেয়ের সঙ্গেও গত এক সপ্তাহ ধরে হোম কতৃপক্ষ দেখা করতে দিচ্ছে না বা ফোনে তার সঙ্গে কথা বলানো কোনোটাই করতে দিচ্ছে না হোম কর্তৃপক্ষ। এই অভিযোগের ভিত্তিতেই হোমের গেটের সামনে বিক্ষোভ দেখায় । অবিলম্বে তাদের মেয়ের সঙ্গে অভিভাবকদের দেখা করাতে হবে এই দাবি করছেন ।

হুগলির উত্তর পাড়া থেকে দেবস্মিতা চক্রবর্ত্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close