তৃণমূল ছাড়া পশ্চিমবাংলায় আর কোনও রাজনৈতিক দল নেই। উত্তর দিনাজপুর থেকে সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিয়েছেন। বৃহস্পতিবার করণদিঘির রসাখোয়া হাইস্কুল ময়দানে ২১ জুলাই উপলক্ষে ‘ধর্মতলা চলো’ স্লোগানকে সামনে রেখে একটি কর্মীসভার পর এই মন্তব্য করেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কানাইয়াবাবু বলেন-এদিন তাঁর হাত থেকে পতাকা নিয়ে সিপিআইএম, বিজেপি এবং কংগ্রেস থেকে মোট ১০০ জন নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এদিন কানাইয়াবাবু আর কি কি বলেছেন শুনব-
পাশাপাশি করণদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল বলেন-একুশে জুলাই উপলক্ষে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখনিঃসৃত বাণী শুনে এসে আগামীর পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে উৎখাত করার শপথ নেওয়া হয়েছে। এদিনের জনসভার আহ্বায়ক গৌতম পাল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আর কি কি মন্তব্য করেছেন শুনুন-
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি কৌশিক গুণ, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল কাদের হাজি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সকলেই আগামী একুশে জুলাই শহীদ স্মরণ সভাকে সাফল্যমন্ডিত করার ডাক দেন।
উত্তর দিনাজপুরের করণদিঘির রসখোয়া হাইস্কুল ময়দান থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।