নাবালিকার অস্বাভাবিক আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করমদিঘী থানার সিঙ্গাড়দহ এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।
পরিবার সূত্রের খবর, মৃত ওই নাবালিকার নাম কবিতা সিংহ। বয়স ১৪ বছর। গতকাল রাত ২টো নাগাদ তার ভাই দেখে কবিতার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার চিৎকারে পরিবারের লোকেরা ছুটে আসেন। তড়িঘড়ি তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে নাবালিকা আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবারের মধ্যে।
পরিবারের এক সদস্য জানিয়েছেন, কয়েকদিন ধরেই কবিতা বর্মন অসুস্থ ছিল। কিন্তু অসুস্থতার কারণে আত্মঘাতী হবে এটা তাদের কাছে রহস্যের মতো। স্থানীয় এলাকার মানুষদের দাবি, অপদেবতার কারণেই নাবালিকা আত্মঘাতি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।