সাপের কামড়ে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার রায়নগর এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে।
পরিবার সূত্রের খবর, মৃত নাবালকের নাম সুমন বর্মন, বয়স ১৪ বছর। গতকাল নিশিরাত ৩টের সময় বিছানার মধ্যেই সাপে ছোবল দেয়। ব্যাথায় চিৎকার করতে শুরু করে নাবালক সুমন। চিৎকার শুনে পরিবারের লোকেরা জেগে গেলে তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। বিষ রোধের জন্য এন্টিভেনাম ব্যবহার করেন চিকিৎসকরা। কিন্তু শেষে কাজ দেয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু কোন সাপ কামড়েছে তা বলতে পারছেন না পরিবারের সদস্যরা।