প্রখর রোদে বাইক চালিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল ট্রাফিক বিভাগ। শুক্রবার মালদার চাঁচলে ‘সাবধানে চালাও জীবন বাঁচাও’ এই স্লোগান কে সামনে রেখে বাইক র্যালি করা হয়। এদিন চাঁচল ট্রাফিক কন্ট্রোল রুম চত্বর থেকে র্যালিটি বের হয় যা গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল নেতাজি মোড়ে এসে শেষ হয়। এইদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি চন্দন দে-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। র্যালি শেষে হেলমেট বিহীন বাইক চালকদের রাস্তায় দাঁড় করিয়ে তাদের পথ নিরাপত্তা সমন্ধে অবগত করান।পাশপাশি বাইক চালানোর সময় হেলমেট বাধ্যতামূলক এমনটাই নির্দেশ ট্রাফিক ওসি চন্দন দে।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল।