প্রথম দিনই নীচুতলার কর্মিদের মন জয় করে নিলেন নব নিযুক্ত চন্দননগর পুলিশ কমিশনার। সেফ ড্রাইভ র্যালিতে যোগ দিতে এসে খোঁজ নিলেন ট্রাফিক পুলিশ কর্মীরা
দুপুরে খেয়েছেন কিনা, ট্রাফিক ইন্সপেক্টরকে নির্দেশ দিলেন, তাদের জন্য টিফিনের ব্যবস্থা করতে। হেলমেট ছাড়া বাইক আরোহীদের গোলাপ আর চকলেট দিয়ে সচেতন করলেন। র্যালিতে যোগ দেওয়া ট্রাফিক কর্মীরা রা জানান, নতুন সিপি খুবই ভালো।
বৃহঃস্পতিবার চন্দননগরের নতুন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন অমিত পি জাভালগি। শুক্রবার কমিশনারেট এলাকার থানা ও ফাঁড়ি গুলি পরিদর্শন করেন। দুপুরে চুঁচুড়া ঘড়ি মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে যোগ দেন। ট্রাফিক পুলিশ কর্মি ট্রাফিক হোমগার্ডরা ট্যাবলো নিয়ে র্যালি করেন। এদিন বেলা সি পি ছাড়াও উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক পিনাকী রঞ্জন দাস,এসিপি ট্রাফিক-১ শুভঙ্কর বিশ্বাস ট্রাফিক ইন্সপেক্টর মান্ধাতা সাউ।
সিপি চন্দননগরের প্রথম দিনের স্বাক্ষাৎ এ আপ্লুত ট্রাফিক কর্মীরা। রোদে দাঁড়িয়ে যেভাবে ট্রাফিক পুলিশ কর্মীরা কাজ করেন তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি তারা কেমন নিয়ম শৃঙ্খলা জানে তার পরীক্ষা নেন। একজনের পকেটে ঠিক করে দিয়ে বলেন পোশাক ঠিক করে পড়তে হবে। তারপর জিজ্ঞাসা করেন, তাদের দুপুরে খাওয়া হয়েছে কিনা। পুলিশ কর্মীরা জানানো
হয়নি, সিপি তখনই টিআইকে নির্দেশ দেন, তাদের খাবারের ব্যবস্থা করতে। ডিসি ট্রাফিক বলেন, যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন, তাদের সচেতন করা হচ্ছে। সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলতে বলা হচ্ছে সাধারণ মানুষকে।
ফোর্টিন টাইমলাইন, চন্দননগর।