Amarnath : মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ফের সিঁদুরে মেঘ দেখছেন তীর্থযাত্রীরা

আরও পড়ুন

শুক্রবার বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ ভয়াবহ বৃষ্টির ফলে আতঙ্ক ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরের অমরনাথের তীর্থ যাত্রীদের। মর্মান্তিক এই দুর্ঘটনায় ন’জনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়েছেন বহু।

এঘটনায় স্থানীয় প্রশাসন-সহ এনডিআরএফ ও এসডিআরএফ – এর সদস্যরা উদ্ধার কাজে নেমে পড়েন। আপাতত ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছেন তারা। নিখোঁজদের জন্য জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার বিকেলে আচমকায় প্রবল বৃষ্টি নেমে পড়ে অমরনাথ গুহা-সহ কালীমাতার মাঝামাঝি সমস্ত এলাকা জুড়ে। ক্ষণিকের বৃষ্টিতেই আশপাশের সমস্ত এলাকা জলে জলামগ্ন হয়ে যায়। হুড়মুড়িয়ে অমরনাথ গুহার ওপর থেকে জল ঢুকতে শুরু করে একের পর এক ক্যাম্পে। এর ফলে ভেসে গিয়েছে ২৫টি পুণ্যার্থী শিবির।

এঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারের উপর। মর্মান্তিক এই দুর্ঘটনায় রীতিমতো চিন্তিত অমরনাথবাসী।

ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিখোঁজদের দ্রুত উদ্ধারের জন্য তিনি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ যোশীর সঙ্গে কথা বলছেন।

ব্যুরো নিউজ, অমরনাথ, জম্মু ও কাশ্মীর ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close