IPL : ডিককের দাপটে ম্যাচ জিতলো লখনউ

অনবদ্য খেলা দেখিয়ে ম্যাচ জেতালেন কুইন্টন ডিকক। তাঁর সঙ্গে রাহুল এবং ক্রনালও সঙ্গ দিয়েছিলেন

আরও পড়ুন

এইবছর ২০২২-এ ,আইপিএল (IPL)-এর নতুন দলগুলির মধ্যে একটি হলো লখনউ সুপার জায়ান্টস। প্রথমবারেই অনবদ্য খেলা দেখাচ্ছে তারা। সারাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচটিতে জেতার পর কাল দিল্লির বিরুদ্ধেও জয় লাভ করে লখনউ। লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল এবং সেই দলের খেলোয়ার কুইন্টন ডিকক ওপেনার হওয়ায় রাহুলের থেকে কুইন্টন ডিকক-ই শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের বোলারদেরকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন। ২৪ রান করার পর কুলদীপের বলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান অধিনায়ক কে এল রাহুল। এরপর ললিতের বলে ৫ রান করে

Quinton de Kock

আউট হয়ে যান লুইস। সেই অবস্থা থেকে কুইন্টন ডিকক একাই ম্যাচটিকে জেতানোর দিকে এগিয়ে নিয়ে যান।
আগের ম্যাচগুলোতে ভালো রান করতে না পারলেও ডিকক এই ম্যাচটিতে নিজের দলকে জিতিয়ে ২ পয়েন্ট আরও নিজেদের ঝোলায় জোগার করে নিলেন। প্রথমের দিকে তাকে দমানো না গেলেও অবশেষে কুলদীপ যাদবের বলে তাকে আউট হতে হলো। ততক্ষণে লখনউ প্রায় ম্যাচটি জয় লাভ করেই ফেলেছিল। শেষের দিকে,সহজ ম্যাচটি কঠিন হয়ে গেলেও ক্রনাল এবং বাদোনি ম্যাচটিকে জিতিয়েই ছাড়লেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close