Raiganj : অ্যাসিড পোকা নাইরোবি ফ্লাইয়ের থাবা জেলাসদরে

আরও পড়ুন

সিকিম, শিলিগুড়ির পর অ্যাসিড পোকা পা রাখল উত্তর দিনাজপুর জেলাসদর রায়গঞ্জের টেনোহরিতে। শনিবার সকালে এমন ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দফতর।

রায়গঞ্জের টেনহরি গ্রামের বাসিন্দা প্রদীপ দাসের ১০ মাসের শিশুকন্যা ঘরেই শুয়ে ছিল। আচমকা শিশুর গগণভেদী চিৎকার শুনে ঘরে ছুটে আসেন বাবা মা। কাছে গিয়ে শিশুর বাবা প্রদীপবাবু দেখেন, শিশুটির পেটে মাকড়ে ধরে আছে লম্বা আকৃতির একটি পিঁপড়ের আয়তনের প্রাণী। পোকাটিকে দেখেই চিনে ফেলেন-ভয়ানক অ্যাসিড পোকাটিকে। শিশুর পেট থেকে পোকাটিকে ছাড়াতে গেলে শিশুর মায়ের হাতেও কামড়ে দেয় পোকাটি। প্রত্যাশিত ভাবেই যন্ত্রনাজর্জর হয়ে ওঠেন মা এবং শিশু কন্যা।

সময় নষ্ট না করে শিশুর বাবা গিয়ে পোকাটিকে একটি ছোট প্লাস্টিকের বাক্সে বন্দি করেন। এরপরই বাক্সবন্দি পোকা আর শিশু ও স্ত্রী-কে সঙ্গে নিয়ে সোজা পৌঁছন রায়গঞ্জ মেডিকেলে কলেজ ও হাসপাতালে। শুরু হয় হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা। চিকিৎসকও ‘নাইরোবি ফ্লাই’ বলে সনাক্ত করেন ওই পোকাটিকে। প্রাথমিক চিকিৎসার পর শিশু এবং তার মাকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন শিশুর পরিবার-সহ রায়গঞ্জের মানুষ। তবে রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসক জানিয়েছেন আতঙ্কিত হবার কিছু নেই, সাবধানতা জরুরী। এই পোকা কামড়ালে সঙ্গেসঙ্গে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো জরুরি। দরকার এমন পোকা দেখলে কোন বাড়তি কাপড় দিয়ে তা ধরে ফেলা।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close