Darjeeling : রাস্তার পাশ থেকে উদ্ধার কালো চিতাবাঘের মৃতদেহ !

আরও পড়ুন

শুরু হয়েছিল এলাকা দখলের লড়াই। যার জেরে মৃত্যু হল এক কালো রঙের চিতাবাঘ ( ব্ল্যাক লেপার্ডের)। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এর ধোত্রে জঙ্গলে এলাকায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা মনে করেছিলেন, চোরা শিকারিদের বন্ধুকের গুলিতেই মৃত্যু হয়েছিল ওই ব্ল্যাক লেপার্ডটির। অবশ্য পরে বনদফতরের আধিকারিকেরা জানান, এলাকা দখলের জন্য শুরু হয়েছিল লড়াই। যার ফলে মৃত্যু হয় ওই ব্ল্যাক লেপার্ডটির।

সূত্রের খবর, স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ব্ল্যাক লেপার্ডটির মৃতদেহ পরে থাকতে দেখেন। এরপরই তারা খবর দেন বনদফতরের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন বনদফতরের কর্মীরা। ব্ল্যাক লেপার্ডটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে আর কোনও ব্ল্যাক লেপার্ড আহত হয়েছে কিনা তার খোঁজখবর চালাচ্ছেন বনদফতরের আধিকারিকেরা।

ফোর্টিন টাইমলাইন, দার্জিলিং।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close