সম্পত্তির লোভে খুন হতে হল এক পৌঢ়কে। খুন করার অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সবং ব্লকের বলপাই ৯ নম্বর অঞ্চলের পেরুয়া গ্রামে। এই ঘটনায় চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে।মৃত ওই পৌঢ়ের নাম সুভাষ প্রামাণিক,বয়স ৫৯ বছর।
স্থানীয় সূত্রে খবর, মৃত ওই পৌঢ়ের দুই ছেলে। বড় ছেলের নাম দীপঙ্কর প্রামাণিক ও তার ছোট ছেলের নাম শুভঙ্কর প্রামাণিক। সম্পত্তির বন্টননামা না হওয়ার কারণে প্রায়শই বচসা লেগে থাকতো তাদের মধ্যে। রোজ চিৎকার চেঁচামেচি হত, এমনকি মারপিঠও হত বলে জানিয়েছেন স্থানীয় এক প্রতিবেশী।
সুভাষ প্রামাণিক গত ১৬ দিন যাবৎ নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার আগের দিনও তাদের মধ্যে বচসার সৃষ্টি হয়। তারপরেই নিখোঁজ হয়ে যান সুভাষ প্রামাণিক নামের ওই পৌঢ়। বেশ কিছুদিন চলে যাওয়ার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা স্থানীয় থানায় পুলিশে খবর দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সবকিছু পুলিশকে জানান স্থানীয়রা । তারপর পুলিশ সোমবার তদন্তে নামে। বড় ছেলে দীপঙ্কর প্রামাণিক এর বাড়িতে পুলিশ তল্লাশি চালালে বাড়ির এক কোণে থাকা সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় সুভাষ প্রামাণিকের পচাগলা মৃতদেহ। পরবর্তী পরিস্থিতির আঁচ করেই বড় ছেলে দীপঙ্কর তড়িঘড়ি গা ঢাকা দেয় বলে প্রতিবেশীরা জানান।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের অনুমান, সম্পত্তির কলহের জেরেই এমন পৈশাচিকভাবে সহ-নাগরিককে খুন হতে হ’ল। পুলিশ জোরকদমে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ফোর্টিন টাইম লাইন, পশ্চিম মেদিনীপুর।