সোমবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫০ বছর বয়সের জয়েন্ট বিডিও তাপস বিশ্বাস। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা থানার ধামসিয়া এলাকায়। এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকা চত্বরে। হাওড়া জেলার শ্যামপুর-১ নম্বর ব্লকে জয়েন্ট বিডিও পদে কর্মরত ছিলেন তিনি। তাপসবাবু দমদমের দুর্গানগরের বাসিন্দা ছিলেন।
সোমবার সন্ধ্যায় নিজের কাজ শেষ করে তিনি দুর্গানগরে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঠিক তখন-ই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পাঁচলার ধামসিয়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনে তার বাইকের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ লরিটিকে আটক করেছে। মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুর খবর পরিবারে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের বাকি সদস্যরা। মর্মান্তিক দুর্ঘটনায় প্রশাসনিক আধিকারিকের মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।