আড়াই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো দমদমের সুভাষনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫টা নাগাদ। মৃত ওই শিশুর নাম রিয়ান। বয়স আড়াই বছর। সূত্রের খবর, সোমবার বিকেল ৫টা নাগাদ তার বাড়িতে গলায় পর্দার ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রিয়ানকে। আড়াই বছরের ছোট্ট রিয়ানের এমন মৃত্যুকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকাজুড়ে।
সূত্রের খবর, রিয়ানকে নিয়ে তার বাবা-মায়ের মধ্যেই প্রায়শই বচসা ছিল নিত্যনৈমিতিক ঘটনা। আর সেই বচসার জেরেই সেই শিশুকে গলায় পর্দার ফাঁস দিয়ে মেরে ফেলেছেন তারাই(!) বলে বাবা-মা এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও এবিষয়ে রিয়ানের বাবা-মা কোনও কিছুই জানাতে নারাজ। রিয়ানের মায়ের মামার দাবি- কোনভাবে গলায় পর্দার জড়িয়ে ফাঁস লেগেই রিয়ানের মৃত্যু হয়েছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। তারা শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। ইতিমধ্যেই দমদম থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে শিশু মৃত্যুর আসল কারন।
ফোর্টিন টাইমলাইন, দমদম, কলকাতা।