Raiganj : মেয়ের মুখ থেকে মেরে ফেলার হুমকির পরে কি নিখোঁজ বৃদ্ধা মা মিলনবালা ?

আরও পড়ুন

গত ১০ তারিখ রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডের দেবপুরী এলাকার বাসিন্দা মিলনবালা দাস অভিযোগ করেন, তার মেয়ে লক্ষী দাস (রায়) এবং মেয়ে জামাই কুলুপ রায় ষড়যন্ত্র করেই নাকি দেবপুরীর পাশে থাকা বৃদ্ধা মিলনবালা দাসের তৈরি একটি বাড়ি হাতিয়ে নেন বলে অভিযোগ। পাশাপাশি মা মিলনবালা দাসকেও মারধর করেন বলে অভিযোগ। এমনকি মাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করেন বলে অভিযোগ উঠেছে। মিলনবালা দাস প্রাণ বাঁচাতে প্রায় ২৫ দিন আগে আশ্রয় নেন এলাকার-ই এক তৃণমূল সমর্থিত মহিলা স্বেচ্ছাসেবী মৌমিতা দেবের বাড়িতে। দীর্ঘদিন যাবৎ মিলনবালা দেবীর মেয়ে লক্ষ্মী রায়কে বোঝানো সত্ত্বেও মা-কে প্রায় ২৫ দিন যাবৎ নিজ বাড়িতে নিয়ে যাননি বলে অভিযোগ। গত ১০ তারিখে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধা মিলনবালা দাস। পুলিশ বৃদ্ধাকে নিয়ে লক্ষ্মী দাস (রায়ের) বাড়িতে যান। পুলিশ মেয়েকে বোঝানোর পরেও মেয়ে পুলিশের সামনেই মাকে মেরে ফেলার হুমকি দেন লক্ষ্মী দাস (রায়) বলে অভিযোগ। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ বৃদ্ধাকে মেয়ের বাড়িতে রেখে আসেন। কিন্তু গতকাল ১১ জুলাই, সোমবার সকাল থেকে বৃদ্ধা মিলনবালা দাস নিখোঁজ বলে দাবি পরিবার-সহ এলাকার মানুষদের। সেই নিখোঁজ হওয়ার মিসিং ডায়েরি থানায় এখনও জমা দেননি মেয়ে লক্ষ্মী দাস (রায়)। অভিযোগ উঠেছে, মেয়ে লক্ষ্মী দাস (রায়) নাকি মাকে নিখোঁজ করার পেছনে রয়েছেন। মেয়ে লক্ষ্মী দাস(রায়) জানিয়েছেন, তার মা না বলেই যত্রতত্র চলে যান। পুনরায় চলেও আসেন। গতকাল থেকে তিনি নিখোঁজ। পরিবারের বাকি সদস্যদের খোঁজখবর নেওয়ার জন্য জানানো হয়েছে। কিন্তু তারাও কিছু বলতে পারছেন না। তাকে পুলিশে মিসিং ডায়েরি করার কথা জিজ্ঞেস করা হলে তিনি ইতস্ততবোধ করেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, তার মা-কে লুকিয়ে রেখেছেন স্থানীয় মৌমিতা দেব। মৌমিতা দেব-ই নাকি এর পেছনে কলকাঠি নাড়ছেন।

পাল্টা অভিযোগ মৌমিতা দেবেরও। মৌমিতাদেবী জানিয়েছেন, গত ১০ তারিখ মিলনবালা দাসকে বাড়িতে রেখে আসার পর থেকে তিনি আর কিছুই জানেন না। মেয়ে লক্ষ্মী দাস (রায়) জানিয়েছেন, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন এলাকার কিছু মানুষ।

মৌমিতা দেবের আরও অভিযোগ, মেয়ে লক্ষ্মী দাস (রায়)পুলিশের সামনে নাকি মাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন।

সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে- মা মিলনবালা দাসের নিখোঁজ হওয়ার পেছনে কি কোনও অশুভ আঁতাত রয়েছে? কোথায় গেলেন বৃদ্ধা মিলনবালা দাস? এই প্রশ্নেই রহস্য বেড়েছে রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডজুড়ে।

দেবপুরী থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close