Assam : গাঁজা বোঝাই লরিতে আগুন, চালক গ্রেফতার

আরও পড়ুন

সোমবার সন্ধ্যায় একটি লরি থেকে ৪৯৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের কোকরাঝাড় জেলার শ্রীরামপুর এলাকায়। সোমবার রাতেই কিছু দুষ্কৃতী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। লরিটি আটক করে চালককেও আটক করা হয়েছে।

এপ্রসঙ্গে, কোকরাঝাড় জেলার পুলিশ সুপার প্রতীক বিজয় কুমার বলেছেন, “পুলিশ লরির চালককে গ্রেফতার করেছে এবং সোমবার প্রায় ৪৯৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।”

সোমবার সন্ধ্যায় কোকরাঝাড় জেলা পুলিশ একটি অভিযান শুরু করে এবং সিমুলতাপু পুলিশ ফাঁড়ির অধীনে শ্রীরামপুর এলাকায় এইচআর-৫৫ ভি-৫১৬৯(HR-55 V-5169) রেজিস্ট্রেশন নম্বর বহনকারী সেই লরি থেকে ৪০ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এবিষয়ে এক পুলিশ আধিকারিক বলেছেন, “গত রাতে দুর্বৃত্তরা লরিটিতে আগুন দিয়েছে। পরে দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।”

ফোর্টিন টাইম লাইন, কোকড়াঝাড়, অসম।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close