Siliguri : ব্রাউন সুগার পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার-৩

আরও পড়ুন

ব্রাউন সুগার পাচার করতে গিয়েই ধরা পড়ল ৩ জন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোডে। এসওজি, শিলিগুড়ি থানা ও খালপাড়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে এই পাচারের সঙ্গে যুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত সেই ৩ জনের নাম আজিজুর রহমান, হাবিবুর রহমান এবং মহম্মদ নাসির। আজিজুর ও হাবিবুর দু’জনেই মালদার বাসিন্দা এবং মহম্মদ নাসির শিলিগুড়ির ঝঙ্কার মোড় এলাকার বাসিন্দা। বর্ধমান রোডে সে ব্রাউন সুগার নিতে এসেছিল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের ৩ জনকে গ্রেফতার করা হয় এবং ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close