মিথ্যের আশ্রয় নিয়ে দেড় লাখ টাকা ধার নেওয়ার অপবাদ উঠল এক পরিবারের বিরুদ্ধে। এপ্রসঙ্গে প্রতিবেশীর ওপর হামলা চালানোর অভিযোগও উঠেছে। এই হামলায় তিন মহিলা-সহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তারা এখন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়। এই ঘটনায় হামলাকারী মানু মিঞা-সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা।
সূত্রের খবর, আহতদের নাম সোনিয়া খাতুন, বয়স ২২ বছর, তার স্বামী বাদশা মিঞা, বয়স ২৭ বছর, শ্বশুর শওকত মিঞা,বয়স ৫৩ বছর, শাশুড়ি আনোয়ারা বিবি, বয়স ৪০বছর এবং তার এক ননদ সোনালী খাতুন, বয়স ১৪ বছর। সেই প্রতিবেশী দুষ্কৃতীদের হামলায় এরা গুরুতরভাবে জখম হয়েছেন। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।