রহস্যজনকভাবে মৃত্যু হল ১০৫ বছর বয়সী এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রানিচকে। বৃহস্পতিবার সকালে বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয় অর্ধদগ্ধ দেহ। মৃতের পাশে একটি কাগজ পাওয়া যায়। তাতে লেখা ছিল “বেইমানির শাস্তি”। ফলে, তাকে খুন করা হয়েছে না কি আত্মহত্যা করেছেন এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, মৃতের নাম নন্দলাল মন্ডল। বর্তমানে তার বয়স ছিল ১০৫ বছর। বৃহস্পতিবার সকালে তার বাড়ির সামনের গ্যারেজ থেকে তাকে অর্ধদগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরিবার সূত্রের খবর- তাদের বাড়িতে কোনওরকম ঝামেলা ছিল না। তিনি তার সমস্ত সম্পত্তিও তার ছেলেদের মধ্যে ভাগ করেও দিয়েছিলেন। তার শরীরের যা পরিস্থিতি ছিল, তাতে আত্মহত্যা করাও সম্ভব নয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তারা সেই বৃদ্ধের মৃতদেহের কাছে একটি চিরকুট পড়ে থাকতে দেখে। তাতে হুমকি জাতীয় কিছু লেখা থাকে। তাকে খুন করা হলো কি না তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইম লাইন, পশ্চিম মেদিনীপুর।