কৃত্রিমভাবে ঘড়িয়াল প্রজননে সাফল্য লাভ কোচবিহারের রসিক বিলে। কৃত্রিমভাবে ঘড়িয়ালের ডিম ফুটিয়ে ৪২ টি বাচ্চার জন্ম দেওয়া হয়েছে। বনদফতর সূত্রের খবর, রাজ্যে এটি প্রথম হল। তুফানগঞ্জ পঞ্চায়েত ২ নম্বর সমিতির রসিক বিল পর্যটন কেন্দ্র। এখনেই কৃত্রিমভাবে জন্ম নিয়েছে ৪২ টি ঘড়িয়াল। কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে আগমন ঘটেছে এই নতুন অতিথিদের। দু’বছর ধরেই কৃত্রিম উপায়ে তাদের ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা চলছিল। কিন্তু, তা এর আগে সফল হয়নি।
উল্লেখ্য,ঘড়িয়ালের ডিম সংগ্রহ করে এনে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়। এর জন্য কৃত্রিম প্রজননকেন্দ্রও তৈরি করা হয়। সেখানে বালুর বিছানা তৈরি করে ডিমগুলি রাখা হয়। এই ডিম ফুটেই ৪২ টি বাচ্চা হয় ঘড়িয়ালের। তাদের দেখার জন্য এখন রসিক বিলে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। ফলে, লক্ষীলাভের আশাও দেখছেন ব্যবসায়ীরা।
ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।