Naksalbari : গৃহবধূকে পিটিয়ে খুন, অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আরও পড়ুন

গৃহবধূকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে খুনকরার আভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে নকশালবাড়ি এলাকায়। পারিবারিক বিবাদের জেরেই ওই মহিলাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নকশালবাড়ির রথখোলা এলাকায় এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বামীর বাড়িতে ভাঙচুর চালায় এমনকি আগুনও লাগিয়ে দেয় বলে অভিযোগ।

সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরে ওই গৃহবধূ এবং তার পরিবারের সদস্যদের মধ্যে বচসার সৃষ্টি হত বলে প্রতিবেশীরা জনিয়েছেন। এরপরেই তারা তাকে কাঠের শক্ত বাটাম দিয়ে পেটাতে থাকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রাতভর চলে ভাঙচুর। অভিযুক্তের বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে ঘটনাস্থলে আসে নকশালবাড়ির থানার বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, ওই গৃহবধূকে শারীরিকভাবে অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকেরা। তবে, বুধবার তাদের মধ্যে বচসার জেরেই এমন পরিস্থিতির সূত্রপাত। ওই গৃহবধূর স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকার মানুষ।

ফোর্টিন টাইমলাইন, নকশালবাড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close