Bandel: জবরদখলকারীদের উচ্ছেদের নোটিশের বিরূদ্ধে স্মারকলিপি

আরও পড়ুন

ব্যান্ডেল রেল কলোনীতে অনৈতিক ভাবে উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবিতে ঝাঁটা হাতে মিছিল করে রেলের A.D. E দফতরে বিক্ষোভ দেখাল তৃণমূল-কংগ্রেস। সূত্রের খবর, চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল আমবাগান রেল কলোনী এলাকায় রেল কর্তৃপক্ষের অনৈতিক উচ্ছেদ নোটিশ প্রত্যাহারের দাবিতে এবং পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এমন দাবিতে বৃহঃস্পতিবার মিছিল এবং বিক্ষোভ জানালেন কয়েকশো মানুষ।

উল্লেখ্য,গত দুদিন আগে ব্যান্ডেল পঞ্চায়েতের অধীন রেল দফতরের জায়গায় যারা রয়েছেন, তাদের দাবি- আমরা কুড়ি বছর ও তার বেশি সময় ধরে রেল দফতরের জায়গায় ও রেল কোয়ার্টারে রয়েছি এখন দুদিনের নোটিসে আমরা কোথায় যাব ? আমাদের পুনর্বাসন দিতে হবে। আমরা খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছি ।পানীয় জল নেই, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। তাই এদিন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে রেলের A.D.E দফতরে পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন দিলেন তারা।রেলের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার অঞ্জনি কুমার মরিয়া বলেন, রেলের জায়গায় কেউ দখল করে থাকবে এটা হতে পারে না। এটা রেল কর্মীদের থাকার জায়গা। আমি উচ্চ আধিকারীককে বিষয়টি জানাতে পারি, এই মাত্র। শেষমেষ কি হয়, সেটাই এখন দেখার।

হুগলির চুঁচুড়া থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close