ইসলামপুর থানার বাইপাসে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি পাথর বোঝাই লরি। এই ঘটনায় দীর্ঘক্ষণ লরির ভিতরে আটকে পড়েন চালক। স্থানীয় বাসিন্দারা ওই লরির চালককে কোনওরকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ।
সূত্রের খবর, বিধাননগর থেকে কিষানগঞ্জের দিকে যাচ্ছিল একটি পাথরবোঝাই লরি। সেই লরি ইসলামপুর বাইপাস দিয়ে যাওয়ার সময় সেই লরির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে। তাতেই লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় লরির ভিতরে আটকে পড়েন লরি চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ১৫ ঘন্টা আটকে থাকার পর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় চালকটিকে উদ্ধার করা হয়। চালকের পায়ে চোট লাগার কারনে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওভার লোডিং-এর কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর।