Nadia : গুলিবিদ্ধ হয়ে বধুর মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

আরও পড়ুন

ডিভোর্স চাওয়ার পরিণতি যে গুলি তা সম্ভবত বোঝেননি সুজাতা, তাই বেঘোরে প্রাণ বিসর্জন দিতে হ’ল তরুণী গৃহবধূকে।

বৃহঃস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কার্যত গুলিবিদ্ধ হয়েই যে মৃত্যু হল এক গৃহবধূর তা নিয়ে নিশ্চিত পুলিশ। ওইদিন রাত সাড়ে ৯টা নাগাদ এমন ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার কৈখালী গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম সুজাতা বিশ্বাস। বয়স ২৬ বছর। সূত্রের খবর, সুজাতার স্বামী ত্রিশূলের সঙ্গে পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন। যার জেরে বাবার বাড়ি চলে এসেছিলেন সুজাতা।

সূত্রের খবর, হাঁসখালি থানার কৈখালী গ্রামের বাসিন্দা ত্রিশূল বিশ্বাসের সঙ্গে দশ বছর আগে বিয়ে হয় সুজাতার। তাদের দুটি সন্তানও রয়েছে। স্বামী-স্ত্রীর বচসার শেষ পরিণতি হতে চলেছিল ডিভোর্স। পারিবারিক সূত্রে খবর, বৃহস্পতিবার তাদের ডিভোর্স মামলার চূড়ান্ত তারিখ ছিল।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন সুজাতা। রাত সাড়ে ৯টা নাগাদ তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরই গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই গৃহবধূ। তড়িঘড়ি স্ সুজাতাকে উদ্ধার করে স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আততায়ীর গুলির কাছে আত্মসমর্পণ করেন সুজাতা। কর্তব্যরত চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। এমতাবস্তায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর।

ফোর্টিন টাইমলাইন, হাঁসখালি, নদিয়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close