Bankura : ডাম্পারের ধাক্কায় নিহত ৪, মৃত গবাদিপশুও

আরও পড়ুন

দাঁড়িয়ে থাকা গরুবোঝাই লরিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ৪ ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন ৩ জন। তাদেরকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। সেইসঙ্গে মৃত্যু হয়েছে বেশকিছু গবাদিপশুর। বুধবার ভোররাতে এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরের রায়বাঘিনীতে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, বুধবার গভীর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে হুগলির আরামবাগের উদ্দেশে একটি গরু বোঝাই লরি যাচ্ছিল। পথ চলতে চলতে আচমকা ওই লরির চাকা থেকে হাওয়া বেরিয়ে যায়। লরি চালক-খালাসী রাস্তার পাশে গাড়িটিকে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিল। ঠিক সেই সময় আরামবাগমুখী একটি বালুবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের এবং গুরুতর আহত হন ৩ জন। সেইসঙ্গে লরিতে দাঁড়িয়ে জাবর কাটতে থাকা অবলা গরুগুলিরও প্রাণ গিয়েছে।

স্থানীয় মানুষের ঐকান্তিক সহযোগিতায় দ্রুত খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিসকেরা ওই ৪ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩জন বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন। কিভাবে এমন দুর্ঘটনা হ’ল তা খতিয়ে দেখছেন দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যেকেরই নাম জানার চেষ্টা করছে পুলিশ। তবে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রায়বাঘিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close