বৃহস্পতিবার বেআইনিভাবে বালি উত্তোলনের অভিযোগে আট জনকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়া শহর সংলগ্ন লোকপুর ঘাট থেকে গ্রেফতার করা হয়েছে ওই ৮ যুবককে বলে পুলিশ সূত্রে খবর৷ ওই আট জনকে গ্রেফতারের পাশাপাশি পাঁচটি ট্রলি, দু’টি ইঞ্জিন ভ্যান, একটি গোরুর গাড়ি ও আনুমানিক ৩৫০ সিএফটি বালি উদ্ধার করা হয়েছে৷ সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ ধৃতদের বৃহস্পতিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ কোথা থেকে এই বালি এনেছে তারা বা কোথায় পাচার করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ৷ পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ৷
ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।