প্রতিদিনের মতো শনিবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এক মহিলা। শুক্রবারের প্রচন্ড ঝড়-বৃষ্টির ফলে বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে পড়ে ছিল রাস্তায়। সেই তার আচমকাই মহিলার পায়ে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে ওই মহিলা এবং স্থানীয় এক পৌঢ় সেটি লক্ষ্য করে ছুটে যান তাকে বাঁচাতে। অবশেষে মৃত্যু হয় দু’জনেরই।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার দু’নম্বর ব্লকের ভূতশহর গ্রামে। মৃত দু’জনের নাম পার্বতী ঘোষ এবং অনন্ত ঘোষ। এই ঘটনার কিছুক্ষণ বাদে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এমতাবস্থায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারেই। এমন খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীরা তড়িঘড়ি বিদ্যুতের লাইন বন্ধ করে পুনরায় তার টাঙানোর কাজে হাত লাগিয়েছেন।
ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।