Bankura : ধারের টাকা ফেরত চাওয়ায় বিক্রেতাকে গরম তেলের কড়াইতে ফেলে দিল ক্রেতা

আরও পড়ুন

বুধবার দুপুরে বিক্রেতাকে গরম তেলের কড়াইতে ফেলে দিল ক্রেতা। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের পোকাবাঁধ এলাকায়। খাবার খেয়েছিলেন ধারে। সেই টাকা চাইতে গিয়েই এই বিপত্তি ঘটে।

সূত্রের খবর, বরসাত খান নামে এক ব্যক্তি কৃষ্ণপদ দে মোদকের দোকান থেকে ধারে মিষ্টি ও খাবার খেয়েছিলেন। বুধবার সেই টাকা চাইতে গিয়েছিলেন কৃষ্ণপদবাবু। তা নিয়ে দু’’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে এরপর উত্তেজিত হয়েই কৃষ্ণপদবাবুকে গরম তেলের কড়াইতে ধাক্কা দিয়ে ফেলে দেয় বরসাত খান । গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন । তবে বরসাত খান চম্পট দিলেও পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে ধারের টাকা চাইতে গিয়ে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা ঘুণাক্ষরেও ভাবেননি মিষ্টির দোকানের মালিক। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়।

ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close