Bankura : বিদ্যালয় থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় নিহত প্রাথমিক শিক্ষক

আরও পড়ুন

বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হলেন এক প্রাথমিক শিক্ষক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানার শীতলঝোড়ে এলাকায়। নিমিষের মধ্যেই এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, নিহতের নাম সমীর দত্ত। এদিন বিকেলে বিদ্যালয় শেষে মোটর বাইকে করে সোনামুখী থেকে পাত্রসায়রে বাড়ি ফিরছিলেন সমীরবাবু। সেই সময় সোনামুখীর দিক থেকে একটি লরি পাত্রসায়রের দিকে যাচ্ছিল। হঠাৎই ওই লরিটি সমীরবাবুর মোটর বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের চোখে ঘটনাটি পড়তেই তারা সোনামুখী থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুরো ঘটনাটির তদন্তও শুরু হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close