স্বাধীনতা দিবসের দিন উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করে কটাক্ষের সম্মুখীন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার। সোমবার বাঁকুড়ার সংশোধনাগারে তিনি পতাকা উত্তোলন করেন। সেই মুহূর্তেই বিষয়টি নজরে আসে প্রশাসনের।
সূত্রের খবর, সোমবার উল্টো জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কের মুখে পড়েছেন জেলা শাসক কে রাধিকা আইয়ার। ভারতের স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসবের পূর্তিতে তার এমন ভুলে জল্পনার সৃষ্টি হয়েছে। এবিষয়ে বিজেপি-র নেতা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার কটাক্ষের সুরে বলেন, “রাজ্য যেভাবে চলছে তারই পরিনামেই এই উল্টো জাতীয় পতাকা উত্তোলন।”
ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।