Bankura : ছেলের হাতুড়ি, ছুড়ির ঘায়ে মা খুন !

আরও পড়ুন

হাতুড়ি এবং ছুড়ি দিয়ে মাকে মেরে, কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ছাতনার চন্ডিদাসপল্লিতে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মহিলাটিকে উদ্ধার করে। মৃত ওই মহিলার নাম বন্দনা মন্ডল। ধৃতকে রবিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে অভিযুক্তের জামিন মেলেনি।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সে তার মাকে ঘরে নৃশংস ভাবে আঘাত করে। মৃতার স্বামী স্বপন মণ্ডল বলেন, শনিবার বিকেলে বাজারে গিয়েছিলেন তিনি কিছু জিনিসপত্র কিনতে। আনুমানিক রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে দেখতে পান বাড়ির দরজা ও জানালা ভিতর থেকে বন্ধ। এরপরই খবর দেওয়া হয় ছাতনা থানার পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় বন্দনার দেহ উদ্ধার করে। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ধৃত যুবক সুমন্ত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সুমন্ত সিআইএসএফ-এ কর্মরত ছিল। ২০২১ সালে সেপ্টেম্বর মাসে অজ্ঞাত কারনে চাকরি থেকে পদত্যাগ করেন। পরিবার সূত্রে খবর, মাঝে মধ্যেই সুমন্ত বাবা এবং মায়ের উপর চড়াও হতেন। তবে ঠিক কি কারনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা খতিয়ে দেখছে ছাতনা থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, ছাতনা, বাঁকুড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close