নিখোঁজ যুবকের গলা কাটা দেহ উদ্ধারে উত্তেজনার সৃষ্টি এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকায়। এমন ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, মৃত তরুণের নাম সুজন রুইদাস। বয়স ২৪ বছর। মহাষ্ঠমীর দিন বাড়িতে থেকে বেরিয়ে ছিল সুজন। তারপর থেকেই তার কোনও খোঁজ খবর পাওয়া যায়না। শুক্রবার সকালে তার বাড়ি থেকে কিছুটা দূরে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর সমাজ বিরোধী কার্যকলাপের অভিযোগে দেহ আটকে বিক্ষোভ শুরু করেছেন বাসিন্দারা।
পরিবার সূত্রে জানা গেছে, সুজনের এক বন্ধু তাকে মহাষ্ঠমীর দিন তাকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর থেকে তার কোনওরকম খোঁজ পাওয়া যায়না। ওই দিন তাকে আর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। এই খুনের ঘটনায় ‘ছেলের বন্ধুরাই জড়িত’ বলে তিনি দাবি করেন। বিষয়টি পরিবারের তরফে পুলিশকেও জানানো হয়।
প্রসঙ্গত, কেশিয়াকোলে ওই যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। ওই যুবকের মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করেছেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।