Bankura : কুয়োয় পড়া প্রৌঢ়কে দু’ঘণ্টা চেষ্টায় বাঁচাল দমকল

আরও পড়ুন

দু’ঘন্টারও বেশি সময় ধরে কুয়োর ভিতরে বন্দি বাঁকুড়ার বিষ্ণুপুরের শক্তিপদ দে। কূপটির গভীরতা ছিল প্রায় ৪২ ফুট। মৃত্যুকূপের ভিতরে বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের মাড়ুইবাজার এলাকায়।

সূত্রের খবর, বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শক্তিপদ দে। বয়স ৫০ বছর। তিনি দীর্ঘদিন ধরেই স্নায়ুজনিত কারনে অসুস্থ ছিলেন। সোমবার সকালে ঘুম থেকে তিনি বাড়ির মধ্যে থাকা গভীর কুয়োতে অসাবধনাবশত পরে যান। কুয়োর গভীরতা বেশি হওয়ায় পরিবারের সদস্যরা শক্তিপদবাবুকে উদ্ধারে ব্যর্থ হন। এরপর দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দু’ঘন্টারও অধিক সময় পর তাকে উদ্ধার করে দমকল বাহিনী। উদ্ধার করার পর শক্তিপদবাবুকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close