Bankura : ছেলের টিউশন ফি দিতে অপারগ বাবা, কোল্ডড্রিঙ্কস-এ বিষ মিশিয়ে আত্মঘাতী

আরও পড়ুন

ছেলের টিউশন ফি দিতে ব্যর্থ হয়ে ক্ষোভে, দুঃখে আত্মঘাতী হলেন বাবা। বিষ মেশানো ঠান্ডা পানীয় পান করে মৃত্যুবরণ করেন তিনি। মৃত ওই ব্যক্তির নাম আকুল ঘোষ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের ওপর।

সূত্রের খবর, বাঁকুড়ার ১ নম্বর ব্লকের ঝরিয়ার বাসিন্দা আকুল। পুয়াবাগানে ওষুধের দোকান রয়েছে তার। ব্যবসার আয়ও ভাল নয়। তার উপর আবার মাছ ধরার এবং লটারির নেশায় টাকা ব্যয় হয়ে যায় আকুলবাবুর। ফলে সংসারের খরচ সামলানো রীতিমতো দায় হয়ে যেত আকুলবাবুর। অন্যদিকে আকুলবাবুর একমাত্র সন্তান রাহুল ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র। রাহুলের স্বপ্ন চিকিৎসক হওয়ার। চলতি বছরেই মাধ্যমিকে ৫৯৪ নম্বর পেয়ে পাশ করে সে। মাধ্যমিক পরীক্ষার বেশ কয়েকমাস আগে থেকে প্রতাপবাগানে একটি ভাড়াবাড়িতে থাকত ওই পরিবার। প্রথমত ভাড়া বাড়ি , তার উপর আবার টিউশন ফি। সবমিলিয়ে নাজেহাল পরিস্থিত হয় আকুলবাবুর। দিনকয়েক ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। শুক্রবার ভোররাতে তাকে বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্ত্রী চন্দনা। প্রতিবেশীদের সাহায্যে স্বামীকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে পান করেন ওই ব্যক্তি। আর তাতেই মৃত্যু হয় তার। আকুলবাবুর মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার-সহ আত্মীয় পরিজনেরা।

ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close