Bihar : বিষমদে মৃতের হার বেড়ে দাঁড়ালো ৫৩

আরও পড়ুন

মঙ্গলবার বিহারের ছাপড়ায় বিষমদ পান করে মৃত্যু হল ৪ জনের। তারপর থেকে ক্রমাগত মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন-এ।

সূত্রের খবর,ছাপড়া সংলগ্ন বিভিন্ন থানা থেকে বাজেয়াপ্ত চোলাই বিষমদ পান করে অসুস্থ হয়ে পড়েন অসংখ্য মানুষ। সঙ্গেসঙ্গে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চারজন। তার পর ক্রমশ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩- তে।ঘটনার তদন্তে নেমে সরষের মধ্যেই ভূতের সন্ধান পেয়েছেন বিশেষ তদন্তকারী দল। ছাপড়ার এক বাসিন্দার তৈরি ভিডিওতে দেখা গিযেছে- মেয়াদ উত্তীর্ণ বিষ মদ থানা থেকে চলে গিয়েছিল বিভিন্ন ঠেকে। সেই মেয়াদ উত্তীর্ণ মদ পান করেই মারা যান অসংখ্য মানুষ। ভিডিওটি বিহারের মূখ্য সচিবের নজরে আসতেই সঙ্গেসঙ্গে তিনি আবগারি কমিশনারকে ডেকে পাঠান। আবগারি কমিশনারের রিপোর্টের ভিত্তিতে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করেছে। নীতীশ কুমার পুলিশকে নির্দেশ দেন, গরিব মানুষকে নির্বিচারে গ্রেফতার না করে যারা বিষমদ বিক্রির সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে। কতজন বিক্রেতা ধরা পড়েন, সেটাই এখন দেখার।

টাইমস ফোর্টিন ব্যুরো, বিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close