বৃহস্পতিবার পরীক্ষা হলে ঢুকে ৫০ জন ছাত্রী দেখে জ্ঞান হারিয়ে ফেলে এক ছাত্র । ঘটনাটি ঘটেছে বিহারের শরিফ আলামা ইকবাল কলেজে।
সূত্রের খবর, পরীক্ষা হলে এতজন মেয়ের মাঝে একা বসতে হবে ভেবেই ঠকঠক করে কাঁপতে শুরু করে সে। তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সিট পড়েছিল এই কলেজে। শ্রেণীকক্ষে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত আচরণ শুরু করেছিল ওই ছাত্র । পরীক্ষার জন্য টেনশন হচ্ছে ভেবে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই দেখা যায় ছেলেটি আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার চোখে মুখে জলের ছিটে দিতেই ধীরে ধীরে জ্ঞান ফিরলেও জ্বরে কাঁপতে থাকে সে। ৫০ জন মেয়ের মাঝে একা বসতে হবে এটার টেনশনেই নাকি তার জ্বরে এসেছে বলে জানিয়েছে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্র।
ফোর্টিন টাইমলাইন, বিহার।