বুধবার সাতসকালে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল বিহার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, এদিন ভোর ৫টা ৩৫মিনিট নাগাদ বিহারের আরারিয়াতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিহারের পূর্ণিয়ায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে। এই কম্পন বাংলাদেশে ও নেপালও অনুভূত হয়েছে বলে সূত্রের খবর।
ফোর্টিন টাইমলাইন, বিহার।