বেআইনি কয়লা বোঝাই একটি লরিকে আটক করল রামপুরহাট থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে লরির চালককে। অভিযুক্তের নাম রবিন মাঝি। বাড়ি বিহারের জামাতারা জেলার কুণ্ডহিত থানার গুরাধি গ্রামে।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে কয়লা বোঝাই ১২ চাকার একটি লরি যাচ্ছিল মোড়গ্রামের দিকে। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ মনসুবা মোড়ের কাছে লরিটিকে আটক করে। এরপর লরি চালকটিকে পুলিশ কয়লার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর কয়লা বোঝাই লরিটিকে আটক করে পুলিশ। আটক লরিটি থেকে ২৩ মেট্রিক টন কয়লা উদ্ধার করা হয়। এই নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, বীরভূম।